• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নেত্রকোনায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরাল উদ্বোধন


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৪:০৪ পিএম
নেত্রকোনায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরাল উদ্বোধন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, “বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শই বাংলাদেশের মানুষের সঠিক ভাগ্য উন্নয়নের একমাত্র পথ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছেন।”

শনিবার দুপুরে নেত্রকোনা ও বারহাট্টা উপজেলার সীমানায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল সংবলিত উপজেলা সীমানা তোরণ উদ্বোধনকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বারহাট্টা উপজেলা পরিষদের উদ্যোগে ২৫ লাখ টাকা ব্যয়ে এই সীমানা তোরণ নির্মাণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

Link copied!